• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকের স্বীকৃতি পেলেন মালালা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ১১:১৪ এএম
অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকের স্বীকৃতি পেলেন মালালা

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আনুষ্ঠানিকভাবে স্নাতকের স্বীকৃতি পেলেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার মালালার হাতে এই সনদ তুলে দেওয়া হয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন ২৪ বছর বয়সী মালালা। প্রায় দেড় বছর আগে স্নাতক ডিগ্রি অর্জন করলেও আনুষ্ঠানিকতা বাকি ছিল। করোনা মহামারির কারণে সনদ প্রদান অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়।

আনুষ্ঠানিকভাবে স্নাতকের স্বীকৃতি পেয়ে নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মালালা।  নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কালো গাউন এবং ক্যাপ পরিহিত মালালার হাস্যজ্জ্বোল মুখ। স্বামী আসার মালিক, বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই এবং মা তুর পেকাই ইউসুফজাই তার সঙ্গে ছিলেন আনন্দের এই মুহূর্তে। 

বিশেষ এই দিনটির বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মালালা লেখেন, "দৃশ্যত আমি একটি ডিগ্রি অর্জন করেছি। এটি আনন্দের।"

২০২০ সালের মে মাসে ইভেন্টটি অক্সফোর্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোভিডের প্রাদুর্ভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় এটি স্থগিত রাখা হয়।

Link copied!